প্রবাস

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠন

কুয়েতে প্রবাসীদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুরাদুল হক চৌধুরী মুরাদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান টিটু।

Advertisement

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় কুয়েত সিটির রাজধানী হোটেলে ‘একতায় শক্তি মানবতায় মুক্তি’ স্লোগানে সবার সম্মতি ও ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

এ সময় কুয়েতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশি জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সবার সম্মতিতে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহর অশেষ কৃপায় ও আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ একটি সুন্দর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অচিরেই একটি বাংলাদেশ কমিউনিটি উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

Advertisement

গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যেভাবে আহ্বায়ক কমিটি জয়যুক্ত হলো। আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। প্রবাসীদের কল্যাণে ও সহযোগিতায় কাজ করবে এই কমিউনিটির প্রত্যেক সদস্য।

এমআরএম/এমএস