দেশজুড়ে

পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গায় সেপ্টেম্বরে চলবে ট্রেন

পদ্মা সেতু উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি আজ। পদ্মা সেতুর এক বছর পূর্তির বছরই উদ্বোধন হবে ঢাকা-ভাঙ্গা রেললাইনে ট্রেন চলাচল। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগ উদ্বোধন করবেন। এরপর থেকেই খুলে দেওয়া হবে সেতু দিয়ে রেল চলাচল।

Advertisement

পদ্মা সেতু সার্ভিস এরিয়া ৩ ক্যাম্প অফিসের তথ্যে জানা গেছে, ২০১৯ সালে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইনের ৭৯.৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর মাওয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত ৯৪.৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এতে দুই স্টেশনের প্রায় ৮৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ঢাকা থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত রেললাইনটিতে রেল চলাচলের উপযোগী হবে। এর আগে পদ্মা সেতুতে সর্বশেষ স্লিপার বসানোর পরে গত ৪ এপ্রিল রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন পরীক্ষামূলক রেল চলাচল উদ্বোধন করেন। সর্বশেষ স্থাপন স্লিপার ও ঢালাই কাজের মধ্য দিয়ে সেতুর দুই পাশের ভায়াডাক্টে ৬.৬৮ কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হয়।

সরেজমিনে নাওডোবায় অবস্থিত পদ্মা রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, এ প্রকল্পের রেললাইন নির্মাণের প্রকৌশলীদের নির্দেশনায় কর্মীরা কাজ করছেন। সেপ্টেম্বরের আগেই ঢাকা-মাওয়ার রেললাইনে রেল চলাচলের জন্য প্রস্তুত করতে দ্রুত কাজ চালানো হচ্ছে বলে জানায় সেখানকার কর্মচারী ও প্রকৌশলীরা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রেল লিংক প্রকল্পের সহকারী প্রকৌশলী (অফিস ম্যানেজার) মো. শাদমান শাহরিয়ার। তিনি বলেন, আমরা এরই মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত রেললাইনের ৮৮ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছি। কিন্তু পদ্মা সেতুর ওপরে কাজ চলমান থাকার সময় আমরা পদ্মা সেতুর নিচে কাজ করতে পারিনি। পরে পদ্মা সেতুর কাজ উদ্বোধনের কিছুদিন আগে আমাদের অনুমতি দেওয়ার কারণে এত সময় লেগেছে। তাছাড়া পদ্মা সেতুর সঙ্গেই পদ্মার ওপর দিয়ে রেললাইনের উদ্বোধন করা যেত।

তিনি বলেন, এরই মধ্যে গত ৪ এপ্রিল রেলমন্ত্রী মাওয়া স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর রেলপথ দিয়ে পরীক্ষামূলক ট্রেনটির যাত্রা শুরু করেন। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল চলাচল উদ্বোধন করবেন। আমরা আশা করি ঢাকা থেকে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত আগামী সেপ্টেম্বর মাসের আগেই রেললাইনের সব কার্যক্রম সম্পন্ন হবে। সেপ্টেম্বরে জনসাধারণ রেলপথে যাতায়াত করার উপযোগী হবে।

প্রকল্প সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু রেল প্রকল্পের সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীন ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এ ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। প্রকল্পের কাজ তিন ডিভিশনে করা হয়েছে। এগুলো হচ্ছে- ঢাকা-মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।

এমআইএইচএস/জেআইএম

Advertisement