কোরবানির আর বেশি বাকি নেই। কোরবানি করার জন্য এরই মধ্যে গরু, মহিষ ও ছাগল কিনতে শুরু করেছেন অনেকেই। তবে কোরবানির পশু কেনার পর ঠিকঠাক যত্ন নিতে হয়। কোরবানির আগে পশুর যত্ন কেমন হওয়া উচিত? আসুন জেনে নিই-
Advertisement
কোরবানির পশুর যত্ন
১. অনেক পশু হাঁটতে অভ্যস্ত নয়। এ অবস্থায় হাঁটিয়ে আনলে কষ্ট বাড়ে। তাই পিকআপভ্যানে আনাই ভালো। এতে কষ্ট কম হয়।
২. ব্যবসায়ীরা পশুকে পর্যাপ্ত খাবার দেয় না। ফলে পশু এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া উচিত।
Advertisement
৩. কোরবানির গরু, ছাগল কিংবা অন্য পশুকে স্যাঁতসেতে, অপরিচ্ছন্ন ও নোংরা জায়গায় রাখা যাবে না।
আরও পড়ুন: কোরবানির পশু নির্বাচন করবেন কীভাবে?
৪. হাট থেকে গরু, মহিষ কিংবা ছাগল কিনে সম্ভব হলে দ্রুত গোসল করানো উচিত, বেশি করে পানি খাওয়ানো যেতে পারে। ৫. ভুষি, খৈল, গাছের পাতা, ঘাস ও খড় আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে কিনে রাখতে হবে। এ সময় পশু ক্ষুধার্ত থাকে।
৬. প্রতিদিন পশুর মলমূত্র ও উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করত হবে। পরিবেশ যেন দূষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
Advertisement
৭. ঈদের জামাতে যাওয়ার আগে সকাল সকাল পশুকে গোসল করানো উচিত। যাতে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার হয়।
৮. জবাই করার জন্য শোয়ানোর সময় খুব বেশি ধস্তাধস্তি করবেন না। কৌশলে শুইয়ে দেরি না করে দ্রুত জবাই করবেন।
৯. অন্য পশুর সামনে জবাই করবেন না। এতে জীবিত পশুর মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়। পশু কষ্টও পেতে পারে।
এসইউ/এমএস