দেশজুড়ে

৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়।

Advertisement

ব্যবসায়ীরা বলছেন, এই ট্রেনে পশু পরিবহনে খরচ কমানোর পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও থাকবে অনেকাংশে কম। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার দাবি তাদের।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গতবছরের চেয়ে এবছর চাহিদা বেশি থাকায় দুইদিন এ সার্ভিস চালু থাকবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু রয়েছে। এরপর রাত ৯টায় একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানে ১৯টি ওয়াগনে ১৬টি করে মোট ৩০৪টি গরু যাবে। পরে মেলান্দহ স্টেশন থেকে আরও ৬টি ওয়াগনে ১৬টি করে ৯৬টি গরু নিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

সিরাজাবাদ এলাকার গরু ব্যবসায়ী মতিন মিয়া, কামাল হোসেন, ইমান আলীসহ আরও অনেকে বলেন, এমন সেবায় অনেক খুশি তারা। ট্রেনে একদিকে যেমন নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবেন, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে অনেকাংশে। রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হয়। রাস্তার ঝাঁকুনিতে গরুর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না বলে জানান তারা।

Advertisement

এছাড়াও ব্যবসায়ী আল আমিন মিয়া, ফারুক মিয়া, মিস্টার আলীসহ আরও অনেকেই বলেন, আগে এক ট্রাক গরু ঢাকায় নিয়ে গেলে খরচ হতো ২০ থেকে ২২ হাজার টাকা। এখন মাত্র আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যেতে পারছেন তারা।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ২০২০ সাল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ নামে বিশেষ একটি ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যান্য বছরের তুলনায় এবছর এ ট্রেনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখন একটি ছেড়ে গেছে। আবার রাত ৯টা ও আগামীকাল সন্ধ্যা ৭টার দিকে একটি করে ট্রেন ছেড়ে যাবে।

মো. নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

Advertisement