শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাতে একটুু চেষ্টা করলে আরও ওপরের দিকে উঠতে পারে (উন্নতি করতে পারেন) সেটাই আমার টার্গেট। সেজন্যই এ দান অনুদান দেওয়া হচ্ছে।
Advertisement
তিনি বলেন, আমরা এ ফর্মুলাতেই দেই এবং আমাদের লোকেরাও এ ফর্মুলাতে দিয়েই অভ্যস্ত। অন্য ফর্মুলাতে কেউ কিছু দিলে সেটা একটু অসুবিধাই হওয়ার কথা। শিক্ষার্থীদের প্রণোদনা দিলে তারা পড়ালেখায় উৎসাহ পায়, ভালো করে।
শনিবার (২৪ জুন) সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম