রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে বেসরকারি ওয়াগনার বাহিনী। এত দিন তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে রাশিয়াজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘুরে যাচ্ছে চলমান যুদ্ধের মোড়।
Advertisement
এমন পরিস্থিতিতে মস্কো থেকে আল-জাজিরাকে দেওয়া এক সক্ষাৎকারে একজন স্বাধীন সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এত বড় সংকটের মধ্যে পড়েছে পুতিন।
বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার বলেন, ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিন ও রুশ নেতৃত্বের জন্য সত্যিই এটি অনেক বড় চ্যালেঞ্জ।
ফেলগেনহাওয়ার বলেন, গত ২২ বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন পুতিন। এত বড় সংকটে আগে কখনো পড়েননি তিনি। এখন দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পুতিনের নেতৃত্ব। তাই আমি বিশ্বাস করি এখন তিনি তার জীবনের যুদ্ধ করবেন, যা খুবই মারাত্মক।
Advertisement
তবে যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অনিবার্য শাস্তির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।
আরও পড়ুন>রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা
পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন। তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।
Advertisement
আরও পড়ুন>রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে: পুতিন
মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার রস্তভ অঞ্চলে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, যা ছড়িয়ে পড়তে পারে পুরো দেশটিতে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম