সাহিত্য

ওয়ালিদ জামানের তিনটি কবিতা

নীড় ছেড়ে শহরের এক কোণে

Advertisement

এমন শহুরে দহনের দিনেমেঘ ভেসে যায় দূর আকাশের পানেতোমাকে দেব তাই শীতলতা কিনেবৃষ্টিতে ভিজে নিয়ো আজ আনমনে।

ফুলেরা এক হলো আকাশের সনেভিজে লুট যেন তারা মুহুর্মুহু ঘ্রাণেতোমাকে বলি তাই নয়নে নয়নেপ্রজাপতি হয়ে ভেসো আজ পবনে।

রাজপথে হাহাকার বর্ষা কি জানে? ভিজে হবে পারাপার বৃষ্টির স্নানেতোমাকে পেয়ে যাবো ঠিক মনে মনেপথিকের বেশে থেকো বৃষ্টির গানে।

Advertisement

নীড় ছেড়ে শহরের কোনো এক কোণেখুঁজে নেবো তোমাকে টঙের দোকানেকাকভেজা হয়ে যাবো আমি সেখানে ধোঁয়া ওঠা চায়ে ডুব দেবো দুজনে।

****

বৃষ্টি দেব কিনে

আসবে নাকি বারান্দাতেএমন মেঘের দিনেদেখা হবে তোমার সাথেবৃষ্টি দেব কিনে!

Advertisement

হাত রাখবো তোমার হাতেকথা দু’চোখ পানেভেসে যাবো মেঘমেলাতেভালোবাসার গানে।

শ্রাবণ মেঘের স্নাত রাতেজোনাক জ্বলা বনেঅজানায় হারিয়ে যেতেআঁধার দেবো এনে।

চলবে নাকি এমন পথেযাবে আমার সনেআমিও চাই তোমায় পেতেইচ্ছে জাগে মনে।

****

তুমি আমার অতীত হওয়া প্রিয়

ভালোবাসা নিয়োজানি লাগবে নাহয়তো আছো ভালোতুমি আমার অতীত হওয়া প্রিয়।

বৃষ্টি হলে হাত বাড়িয়োজানি ধরবে নাবর্ষা চলে গেলতুমি আমার অতীত হওয়া প্রিয়।

উষ্ণ রোদে চুল শুকিয়োজানি করবে নাদেখবে না গোধূলির আলোতুমি আমার অতীত হওয়া প্রিয়।

বুকের মাঝে মুখ লুকিয়োজানি পারবে নাতোমার কি যে মনভুলোতুমি আমার অতীত হওয়া প্রিয়।

এসইউ/এমএস