রাজশাহীর চারঘাট থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) দিনগত রাতে উপজেলার কালুহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলেন- উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি এলাকার হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৭৫) ও একই এলাকার মৃত মকসেদ আলীর ছেলে খেতাব আলী ঘরামি (৮০)।
রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, তাদের নামে মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক। শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। বিকেলে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস
Advertisement