আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বের বাসযোগ্য ১৭৩ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬
বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৩ সালের এই ইনেডেক্সে ১৭৩ শহরের মধ্য বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬৬তম। তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা। এরপরে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, কানাডার ভ্যানকুভার, সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, কানাডার টরন্টো।
মানবাধিকার নিয়ে মোদীকে ‘লেকচার’ দেবেন না বাইডেন: হোয়াইট হাউজ
Advertisement
সাম্প্রতিক প্রেক্ষাপটে মহাগুরুত্বপূর্ণ এক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একাধিকবার বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। কিন্তু এসময় ভারতীয় প্রধানমন্ত্রীকে মানবাধিকার বিষয়ে জো বাইডেন কোনো ‘লেকচার’ দেবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না
যেসব বিষয় ও ক্ষেত্রসমূহে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে সেসব ক্ষেত্রে যুক্ত হতে ও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না দেশটি। বুধবার (২১ জুন) নিয়মিত ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
যৌথভাবে চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র-ভারত
Advertisement
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে ‘আর্টেমিস অ্যাকর্ডে’ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও ভারতীয় নভোচারী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ জুন) হোয়াইট হাউজের একটি সূত্র বিষয়টি জানায়।
বাইডেনকে কী উপহার দিলেন মোদী, কী বা পেলেন
বাংলাদেশের মানুষদের মতো অতিথি আপ্যায়নে বিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো বাংলাদেশিদের মতো কারও বাড়িতে গেলে খালি হাতে না যাওয়ার রীতি বজায় রাখলেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বাছাই করা উপহার নিয়ে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
রোবটচালিত জলযান নামিয়েও মেলেনি সন্ধান
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানে মজুত অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছে। চলছে শেষ মুহূর্তের অনুসন্ধান। অনুসন্ধান অভিযানে জাহাজ, ডুবোজাহাজ ও বিমানের পাশাপাশি এবার যুক্ত হয়েছে ৩টি রোবটচালিত জলযান।
মারামারি করতে প্রস্তুত মার্ক জুকারবার্গ ও ইলন মাস্ক
দুই টেক জায়ান্ট ফেসবুক-টুইটারের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। প্রতিষ্ঠার পর থেকেই এ দুই সংস্থা একে অপরকে টেক্কা দেওয়ায় ব্যস্ত। সোশ্যাল মিডিয়া জগতের দুই শীর্ষ সংস্থার মালিকও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রতিযোগিতা করছেন। কিন্তু তাই বলে সশরীরে মারামারি করবেন তারা!
প্যারিসে বড় ধরনের বিস্ফোরণ
ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩৭ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। রাজধানীর পঞ্চম অ্যারোন্ডিসমেন্টে রুয়ে সেন্ট-জ্যাকসের একটি স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তরে অবস্থিত একটি ভবনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ৩১
চীনের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ইনচুয়ান শহরে ওই বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কর-মাদক-অস্ত্র মামলায় অভিযুক্ত ছেলে, বাইডেন বললেন ‘আমি গর্বিত’
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গোলটেবিল আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেখানেও হাজির ছেলের বিরুদ্ধে কর ফাঁকি, অস্ত্র ও মাদক মামলার প্রশ্ন। বিষয়টি প্রথমে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত জবাব দেন বাইডেন। তার উত্তর ছিল, আমি আমার ছেলেকে নিয়ে খুবই গর্বিত।
এসএএইচ/জেআইএম