আন্তর্জাতিক

কর-মাদক-অস্ত্র মামলায় অভিযুক্ত ছেলে, বাইডেন বললেন ‘আমি গর্বিত’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গোলটেবিল আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেখানেও হাজির ছেলের বিরুদ্ধে কর ফাঁকি, অস্ত্র ও মাদক মামলার প্রশ্ন। বিষয়টি প্রথমে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত জবাব দেন বাইডেন। তার উত্তর ছিল, আমি আমার ছেলেকে নিয়ে খুবই গর্বিত।

Advertisement

ডেলাওয়্যারের মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, কর সংক্রান্ত দুটি অপকর্মের জন্য দোষী সাব্যস্ত এবং অবৈধ মাদকে আসক্ত থাকাকালীন আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এড়াতে মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তি করেছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।

আরও পড়ুন>> মোদী-বাইডেনের আসন্ন বৈঠক কেন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সম্পর্ক কী?

গত মঙ্গলবার (২০ জুন) ফেডারেল আদালতের সরকারি চিঠিতে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। চুক্তির ফলে পাঁচ বছরের তদন্ত সমাপ্ত হবে মনে করা হচ্ছে। যদিও রিপাবলিকানদের অভিযোগ, চুক্তিটি খুবই শান্তিদায়ক হয়েছে।

Advertisement

চুক্তি অনুসারে, একটি ফেডারেল ডাইভারশন প্রোগ্রামের আওতায় হান্টার বাইডেনের বিরুদ্ধে অস্ত্র সম্পর্কিত অভিযোগ প্রত্যাহার করা হতে পারে, যদি তিনি নির্দিষ্ট সময়ের জন্য কিছু শর্ত মেনে চলেন। যেসব আসামি সরকারের সঙ্গে এ ধরনের চুক্তিতে প্রবেশ করেন, তাদের সাধারণত নিজেদের আচরণের দায় স্বীকার করতে হয়, তবে দোষী সাব্যস্ত হন না।

আরও পড়ুন>> ৮০ বছর বয়সে বাইডেন কি পারবেন?

হান্টার বাইডেনের চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে এতে মার্কিন অ্যাটর্নির অফিসকে ২৪ মাসের প্রবেশন কারাদণ্ডের সুপারিশ করার আহ্বান জানানো হয়েছে এবং এর মাধ্যমে তদন্তের বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

When President Joe Biden was asked by reporters about his son Hunter agreeing to plead guilty to two misdemeanor charges of willfully failing to pay income taxes, he responded, 'I'm very proud of my son' https://t.co/Bdvl5FGUcL pic.twitter.com/P5izHoYPpE

Advertisement

— Reuters (@Reuters) June 20, 2023

এই খবর প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে গোলটেবিল বৈঠকের আগে এক সাংবাদিক জো বাইডেনকে প্রশ্ন করেন, আপনি কি আজ আপনার ছেলের সঙ্গে কথা বলেছেন? তার দায় স্বীকার চুক্তির বিষয়ে কোনো মন্তব্য রয়েছে আপনার?

এসময় হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আমার ছেলেকে নিয়ে অত্যন্ত গর্বিত।

আরও পড়ুন>> ঋষি সুনাককে চিনতে না পেরে সরিয়ে দিলেন বাইডেন!

এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র ইয়ান সামস এক বিবৃতিতে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের ছেলেকে ভালোবাসেন এবং তাকে সমর্থন করেন। কারণ তিনি তার জীবন পুনর্গঠনের চেষ্টা করছেন।

হোয়াইট হাউজ ইঙ্গিত করেছে, ছেলের মামলা সংক্রান্ত বিষয়ে জো বাইডেন কোনোভাবে জড়িত নন। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বা মার্কিন বিচার বিভাগের সঙ্গে কখনো কথাও বলেননি তিনি।

সূত্র: ব্লুমবার্গকেএএ/