চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেন থেকে আচমকাই পড়ে যান তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।
Advertisement
ওই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। শাহজাহানপুর রেলওয়ে স্টেশনে হতবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছেন সেখানকার লোকজন।
আরও পড়ুন>> সন্তান জন্ম দিতে রাস্তায় ৭ ঘণ্টা উটের পিঠে ছিলেন যে নারী
পাটলিপুত্রা এক্সপ্রেসের একটি ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যান। ট্রেনটি সে সময় ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলছিল। একটি ভিডিওতে দেখা গেছে, ঝড়ের গতিতে ছুটে চলা ট্রেন থেকে একই গতিতে স্টেশনের ওপর ছিটকে পড়লেন এক ব্যক্তি। স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা সবাই এই ঘটনায় হতবাক হয়ে যান।
Advertisement
যে গতিতে ওই ব্যক্তি ট্রেন থেকে ছিটকে পড়েছিলেন তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এমনকি তিনি মারাও যেতে পারতেন। কিন্তু তিনি খুবই সৌভাগ্যবান যে এমন কিছুই ঘটেনি। তার বড় ধরনের আঘাতও লাগেনি।
আরও পড়ুন>> একাধিক শয্যাসঙ্গী থাকা নারীর সঙ্গে সম্পর্ক চান না অধিকাংশ তরুণ
তবে কিভাবে তিনি ট্রেন থেকে এভাবে পড়ে গেলেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি রেলস্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীরা ট্রেনের ধাক্কা লাগার আগেই একজনকে উদ্ধার করতে সক্ষম হন। সিসিটিভির ফুটেজে ওই ঘটনা ধরা পড়ে।
অপর একটি ঘটনায় দেখা যায়, মুম্বাইয়ের একটি রেল স্টেশনে এক বয়স্ক নারী চলন্ত ট্রেনে চড়ার সময় পিছলে পড়ে যান। সে সময় এক পুলিশ সদস্য তার জীবন বাঁচান।
Advertisement
টিটিএন/জেআইএম