নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। এরপর শনিবার চেন্নাইতে আরাফাত সানির পরীক্ষা নেওয়া হয়। আর আজ দুপুরে পরীক্ষা দিতে হবে তাসকিনকে।সাধারণত ল্যাব টেস্টের ১৪ দিনের মাঝে রিপোর্ট চলে আসে। কিন্তু টুর্নামেন্ট চলাকালে পরীক্ষা হলে এই ফলাফল ৭ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে সানি-তাসকিনও ৭ দিনের মধ্যেই রিপোর্ট পাবেন। এদিকে বাছাই পর্বের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে টাইগাররা। ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মূল পর্বের লড়াই। এমআর/এমএস
Advertisement