বিনোদন

বিয়ের ১১ বছর পর সুসংবাদ দিলেন দক্ষিণী তারকা রাম চরণ

বিয়ের ১১ বছর পর সুসংবাদ দিলেন দক্ষিণী তারকা রাম চরণ

দক্ষিণী সিনেমার সুপার স্টার রাম চরণ বিয়ের ১১ বছর পর তার ভক্তদের জন্য সুখবর দিলেন। গত বছর ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। আজ (২০ জুন) ভোরে সুখবর এলো হায়দরাবাদ থেকে। কন্যাসন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরেরর বিবাহিত জীবন পার করে সন্তান এলো তাদের ঘরে।

Advertisement

আরও পড়ুন: রাম চরণের সংগ্রহে যত বিলাসবহুল গাড়ি

জানা গেছে, হায়দারাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, সন্তান ও মা দুজনেই একেবারে সুস্থ রয়েছেন। গত কয়েক দিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শুটিং শুরু করছেন রাম চরণ ও কিয়ারা আদভানি

Advertisement

কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর বিভিন্ন ছবিও সবার সঙ্গে ভাগ করে নেন উপাসনা তার সোশ্যাল মিডিয়ায়। রাম চরণ- উপাসনা বাবা-মা হয়েছেন এই সংবাদ প্রকাশের পরপরই তাদের ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এমএমএফ/জেআইএম