কানাডায় আজ (সোমবার) থেকে জিলহজ মাসের প্রথম দিন গণনা করা হচ্ছে। দেশটির বিভিন্ন প্রদেশে পবিত্র ঈদুল-আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী বুধবার, ২৮ জুন।
Advertisement
কানাডার স্থানীয় সময় রোববার (১৮ জুন) মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির এবং মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য দেন। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।
মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ২৮ জুন স্থানীয় সময় বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় আকরাম জুম্মা মসজিদে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে একই স্থানে সকাল সাড়ে ৯টায়। ইমামতি করবেন শেখ ইউসেফ তাহরায়া।
Advertisement
এতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয় ঈদের নামাজ আদায় করবেন। উপস্থিত থাকবেন প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও।
অন্যদিকে বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে পূথক পূথকভাবে নামাজ আদায় করবেন।
এমআরএম/জিকেএস
Advertisement