খেলাধুলা

টি-টোয়েন্টিতে সাকিবের অন্যরকম হাফসেঞ্চুরি

দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ৫০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওমানের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলার আগের সাকিব ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৭৯ রান করেছিলেন। পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৫৭টি উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার সাকিব আল হাসান এবার ম্যাচ খেলার দিক দিয়েও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। এর আগে এশিয়া কাপের ফাইনালের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ম্যাচের হাফ সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম। সাকিব অবশ্য অল্পের জন্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাজার রানের মাইলফলক পূর্ণ করতে পারলেন না। এক হাজার রান পূরণ করার জন্য ২১ রান প্রয়োজন ছিল তার। কিন্তু সাকিব অপরাজিত থেকে যান ৯ বলে ১৭ রানে। আরআর/আএইচএস/এবিএস

Advertisement