দেশজুড়ে

নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে বিএনপি নেতারা

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে গেছে বিএনপির প্রতিনিধি দল। রোববার (১৮ জুন) সকালে উপজেলার নিলক্ষিয়া গুমেরচর এলাকায় গিয়ে নাদিমের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে নাদিমের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

এরপর দুপুরে জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া মোড়ে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

এ সময় বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন বলেন, যারা স্বাধীন, সত্য ও গণতন্ত্রের বাকরুদ্ধ করতে চায়, তারাই নাদিমকে হত্যা করেছে। এ সরকারের আমলে সাংবাদিক হত্যা, নির্যাতন বেড়েছে। নাদিমের হত্যাকারীদের শুধু গ্রেফতার করলেই হবে না, বিচার কার্যকর করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Advertisement

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুজ্জামান মতিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

আরও পড়ুন: অভিযুক্ত বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় মরদেহ পৌর শহরের বাসায় নিয়ে আসে।

Advertisement

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম