স্বাস্থ্য

২৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

দেশে হঠাৎ করে ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২১৮ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ সময়ে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে।

রোববার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২৯৭২টি নমুনা সংগ্রহ, পরীক্ষা করা হয় ২৯৬৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএএম/জেএইচ/এএসএম

Advertisement