কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নুর হোসেন ভুট্টো নামে সাবেক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (সাব মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Advertisement
শনিবার (১৭ জুন) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন ভুট্টো (৪২) কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করতেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নূর হোসেন ভুট্টোকে তিন/চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
Advertisement
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস