ধর্ম

হজ-ওমরার ইহরামে পুরুষরা সাদা কাপড় পরে কেন?

হজ ও ওমরার জন্য ইহরাম বাঁধা একটি রোকন। ইহরাম ছাড়া হজ ও ওমরা হয় না। হজ ও ওমরা পালনে পুরুষ ইহরামকারীরা সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে থাকেন। কিন্তু কেন তারা সাদা কাপড় পরেন?

Advertisement

হজ ও ওমরা পালনকারী পুরুষরা ইহরামের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ধরনের কাপড় পরতেন এবং সাহাবিরাও একই নিয়মে হজ ওমরা পালন করেছেন।

হাজিদের মধ্যে ইহরামের কাপড় হিসেবে সাদা কাপড় পরার প্রচলন মূলত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণে করা হয়। হাদিসে পাকের নির্দেশনাও এমনটি।

হজরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

Advertisement

البَسُوا مِنْ ثِيَابِكُمُ البَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ

‘তোমরা সাদা পোশাক পরো। কেননা তা পবিত্র ও উত্তম। তোমাদের মৃতদের তা দ্বারাই কাফন প্রদান করো।’ (আবু দাউদ ৪০৬১, তিরমিজি ৯৯৪, নাসাঈ,)

হজ ও ওমরার ইহরামে সেলাবিহীন অভিন্ন এক সাদা পোশাকে মুসলমানদের মধ্যে ফুটে ওফে পারস্পরিক ঐক্য, সাম্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। মহান প্রভুর দরবারে এটি হাজিরা দেওয়ার এক অনন্য পবিত্র ও পরিচ্ছন্ন প্রতীক। তাই ইসলাম শান্তির প্রতীক সাদা পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এমএমএস/জেআইএম

Advertisement