খেলাধুলা

ওয়ানডে দলে ফিরলেন তাসকিন, নাইম, আফিফ

ওয়ানডে দলে ফিরলেন তাসকিন, নাইম, আফিফ

একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে সাড়ে তিনদিনেই ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে লম্বা একটি সময়। জুলাইয়ের ৫ তারিখ চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

আফগানদের বিপক্ষে ঘোষিত এই ওয়ানডে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাইম শেখ এবং আফিফ হোসন ধ্রুব। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইনজুরির কারণে টেস্ট খেলতে না পারা দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানও রয়েছেন দলে। আছেন মোস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ স্কোয়াড

Advertisement

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।

এআরবি/আইএইচএস/জিকেএস