ক্যাম্পাস

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

Advertisement

কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, নটরডেম কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটর ফ্লাওয়ার স্কুল এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী।

সরেজমিনে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেছেন। তারা জানান, রাস্তায় যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন ৷ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। ব্যাগ, ঘড়ি, মোবাইল ফোনসহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

Advertisement

পরীক্ষাকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্রে আসন বিন্যাস করেছি। পরীক্ষার্থীরা যেন সুন্দর-সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

নাহিদ হাসান/কেএসআর/এমএস