কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশটিতে বসবাসরত কুমিল্লা জেলার প্রবাসীদের নিয়ে গঠিত কুমিল্লা সমিতি কাতারের নেতারা।
Advertisement
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসের মিটিং রুমে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে কাতার কুমিল্লা সমিতির একটি প্রতিনিধি দল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, অবৈধ ভিসা বেচাকেনায় সংগঠনভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া নতুন ভিসায় যারা কাতারে আসবেন তারা যেন কোম্পানি ও তার কাজ যাচাই করে আসেন।
Advertisement
এসময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ ও মো. কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাছির খান, আব্দুল হামিদ, নোমান ইউসুফ, সাংবাদিক কাজী মোহাম্মদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর