ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে বিভিন্ন সংকট রয়েছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির একাডেমিক ও পরীক্ষা পদ্ধতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। এটি একটি খুব ভালো দিক। এসময় তিনি সাত কলেজ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের বিষয়ে ব্যাপক প্রশংসা করেন।
Advertisement
তিনি বলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট রয়েছে। এছাড়া শিক্ষক সংকটও আছে। সবমিলিয়ে গুণগত মানোন্নয়নসহ সমস্যা সমাধানে সবধরনের চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টায় ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। উপাচার্য বলেন, আমরা এরই মধ্যেই কিছু সমস্যা নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট মহলে সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছি।
ঢাবি উপাচার্য বলেন, পরীক্ষার কিছু নিয়ম-নীতি রয়েছে। সেগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সব পরীক্ষাতেই নিয়ম-নীতি বাস্তবায়ন জরুরি। সেগুলো মাথায় রেখেই পরীক্ষার দায়িত্বে যারা রয়েছেন ব্যবস্থা নিয়েছেন।
Advertisement
তিনি আরও বলেন, ঢাবির সঙ্গে সাত কলেজ অধিভুক্তির পর দীর্ঘসময় অতিবাহিত হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীরা ঢাবির পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। এটি একটি খুব ভালো দিক। শুরুতে নানান ধরনের হোঁচট খেতে হয়েছিল। এখন আনন্দের বিষয় হলো একটি পরিবর্তন আমাদের ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি। বিষয়টির সঙ্গে সাত কলেজের শিক্ষক ও দায়িত্বশীলরাও একমত। শিক্ষার্থীরা এখন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেন এবং সময়মতো পরীক্ষা দিতে চান। এটি খুবই ইতিবাচক দিক।
নাহিদ হাসান/এমএএইচ/এএসএম