সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ ফুটবল দলের কম্বোডিয়া মিশনটা ভালোভাবেই শেষ হয়েছে। ঢাকা ত্যাগের আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, তারা কম্বোডিয়ায় ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। সে লক্ষ্য পূরণ হয়েছে।
Advertisement
কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ এবং তার আগে স্থানীয় ক্লাব টিফি আর্মি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতেছে বাংলাদেশ। চারদিনের ব্যবধানে দুটি জয়ের তৃপ্তি নিয়েই শুক্রবার বিকেলে কম্বোডিয়া থেকে বেঙ্গালুরুর পথে উড়াল দিয়েছেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান কম্বোডিয়া ত্যাগের আগে জানিয়েছেন, তাদের দুই ঘণ্টা ট্রানজিট আছে। বেঙ্গালুরুতে রাত ১০টা ৪০ মিনিটের দিকে দল পৌঁছে যাবে।
সাফে লক্ষ্য কী? কম্বোডিয়া থেকে বেঙ্গালুরুর বিমানে চড়ার আগে এমন এক প্রশ্নের জবাবে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ। কিন্তু আমাদের প্রথম টার্গেট হচ্ছে লেবানন। আমরা যদি এ ম্যাচ থেকে এক বা তিন পয়েন্ট নিতে পারি, তাহলে ভালো। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। তবে এটা ঠিক যে, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নশিপ।’
Advertisement
কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ চারদিন আগে সেখানে গিয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচের ৫ দিন আগে দল যাচ্ছে বেঙ্গালুরুতে। এই আগে যাওয়াকে ইতিবাচক মনে করছেন অধিনায়ক, ‘তিন-চার দিন আগে গেলে ভালো। পরিস্থিতি সামলে নেওয়া যায়। নতুন পরিবেশ, নতুন কন্ডিশন, নতুন খাবার। সবকিছু মিলিয়ে এটা ভালো জিনিস দলের জন্য।’
কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেন, ‘শেষ দুই ম্যাচ আমরা জিতেছি। তাই আত্মবিশ্বাস বেড়েছে। এটা দলের জন্য অবশ্যই ভালো। আমাদের জন্য দুইটা পরীক্ষার ম্যাচ ছিল। দুইটাই জিতেছি। কিন্তু আমি চাই আরো দল আরও ভালো খেলুক। আরো ভালো খেললে আরো আত্মবিশ্বাস বাড়বে।’
‘১-০ গোলে জিতেছি, ঠিক আছে। সামনে আরো ভালো খেলতে হবে। আমাদের পরের ম্যাচ লেবাননের বিপক্ষে। এই কয়দিন আমরা লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে কাজ করবো। কীভাবে খেলতে হবে, কীভাবে অ্যাটাক করতে হবে-এসব নিয়ে আমাদের কাজ করতে হবে’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
আরআই/এমএমআর/জিকেএস
Advertisement