আজ ১৬ জুন (শুক্রবার) দেশব্যাপি মুক্তি পেয়েছে গ্রামীণ পটভূমির সিনেমা ‘ফুলজান’। আমিনুল ইসলাম বাচ্চু’র পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, জেশমিন জারা, লিটন খন্দকার প্রমুখ। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনার পাশাপাশি নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
Advertisement
এ টু এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত দি অভি কথাচিত্রের পরিবেশনায় যেসব প্রেক্ষাগৃহে ‘ফুলজান’ মুক্তি পেয়েছে- আজাদ (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), বিজিব অডি. (সিলেট), মমতা (মাধবদী), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), সোনালী (টেকের হাট), তাঁজ (নওগাঁ), রাজমনি (মোলাডুলী), আনন্দ (কুলিয়ারচর), পূরবী (ময়মনসিংহ), মোহন (হবিগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর), সোনালী (ইশ্বরগঞ্জ), সোনালী (ঘোড়াঘাট)।
আরও পড়ুন: ১৬ জুন মুক্তি পাচ্ছে ‘ফুলজান’
‘ফুলজান’ সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে গ্রামের সহজ সরল মেয়ে ফুলজানকে কেন্দ্র করে, ফুলজানকে পেতে চায় একই গ্রামের বখাটে ছেলে রাজা বাহাদুর, সঙ্গত কারণে রাজা বাহাদুর গ্রেপ্তার হোন পুলিশের হাতে, অন্যদিকে ফুলজানের বিয়ে হয় গ্রামের কৃষক রমজান গাজীর সাথে। ফুলজানের সুখের সংসারে হাঠাৎ ভাঙন ধরে জেল ফেরত রাজা বাহাদুরের আগমনে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প।
Advertisement
আরও পড়ুন: অনেকদিন পর নতুন সিনেমায় মিষ্টি জান্নাত
আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ফুলজান সিনেমার পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট আছে। মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানাভাবে মানষিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্ট, সামাজিক অসঙ্গতি গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এ সিনেমা দর্শকদের ভালো লাগবে ও চিন্তার খোরাক যোগাবে। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
এমআই/এমএমএফ/জিকেএস
Advertisement