আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
গুজরাটে আঘাত হানতে শুরু করেছে ‘বিপর্যয়’
ভারতের গুজরাটে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সেখানে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় একশ কিলোমিটার। রাজ্যটির উপকূলে শুরু হয়েছে ভারি বৃষ্টি। তবে পুরোপুরিভাবে আঘাত হানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। এদিকে পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান জানিয়েছেন, তাদের উপকূলে বিপর্যয় আঘাত হানতে পারে রাতের শেষে অথবা মধ্যরাতে।
কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে আগুন
Advertisement
কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গোলাগুলি-হতাহত
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হতাহতের খবর আসছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন গত ৯ জুনও একজন নিহত হয়। সেদিন মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম মানব ভ্রুণ তৈরির দাবি
Advertisement
আমরা সবাই জানি, শুক্রাণু ও ডিম্বাণুর নিষেকের মাধ্যমে নারী মানবদেহের মধ্যে নতুন প্রাণের সৃষ্টি হয়। শুধু মানুষ নয়, সব স্তন্যপায়ী ও মেরুদণ্ডী বর্গের প্রাণীর ভ্রুণও একই প্রক্রিয়ায় গঠিত হয়। তবে এবার , শুক্রাণু ও ডিম্বাণু ছাড়াই কৃত্রিম মানব ভ্রুণ তৈরির দাবি তুলেছেন একদল মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানী।
ভারতীয় কুস্তিগীর ফেডারেশন প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
কুস্তিগীর ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ও বিজেপি সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার (১৫) দিল্লি আদালতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১ হাজার পাতার অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকায় ছিল ১০০ শিশু
গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা যে নৌকাটি ডুবে গেছে তাতে একশ’র মতো শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধার হওয়া অভিবাসীরা। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে শতাধিক।
ডিম আগে না মুরগি আগে? উত্তর দিলেন বিজ্ঞানীরা
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আধুনিক পাখি ও সরীসৃপের পূর্বসূরিরা সম্ভবত বাচ্চাই প্রসব করতো, ডিম পাড়তো না। অর্থাৎ, ডিম নয়, মুরগিই পৃথিবীতে আগে এসেছে।
হত্যাকাণ্ডের খবর লাইভ সম্প্রচারের সময় পেছনে নারীর ড্যান্স
হত্যাকাণ্ডের খবর লাইভ সম্প্রচার করছিলেন এক নারী সাংবাদিক। এ সময় তার পেছনে এসে ড্যান্স শুরু করেন অন্য এক নারী। অর্থাৎ তিনি উল্লাস করেন। ঘটনাটি ঘটেছে মধ্য ইংল্যান্ডের নটিংহামে। স্কাইনিউজের এ ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ওই নারীর সমালোচনা করে লজ্জাজনক আখ্যা দিয়েছেন।
পাচার করা শুক্রাণুতে চার সন্তানের জন্ম দিলেন ফিলিস্তিনি নারী
স্বামী ১৫ বছর ধরে কারাগারে বন্দি। এরপরও তারই ঔরসজাত চার সন্তানের মা হয়েছেন এক নারী, সেটিও ঘটেছে একসঙ্গে। অর্থাৎ, একসঙ্গে চার জমজ সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। আর তাদের বাবা কারাগারে থাকা লোকটিই। ভাবছেন কীভাবে সম্ভব? এটি সম্ভব হয়েছে কারাগার থেকে শুক্রাণু পাচারের মাধ্যমে।
কী ফুল ফুটলো মহাকাশ কেন্দ্রে?
নাসার মহাকাশচারী কেজেল লিন্ডগ্রেন সবজি উৎপাদনের কাজ শুরু করেন। আশার কথা হচ্ছে এ কাজে তিনি বেশ সফল হয়েছেন বলা যায়। কারণ এর মধ্যেই তার লাগানো জিনিয়া গাছে ফুল ফুটেছে। মঙ্গলবার (১৩ জুন) নাসার ইনস্টাগ্রামে একটি ফুলের ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, একটি জিনিয়া গাছে কমলা রংয়ের ফুল ফুটে আছে। এটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফুটেছে বলে জানানো হয়।
এসএএইচ/জেআইএম