জাগো জবস

কেমন হবে ইন্টারভিউয়ের পূর্বপ্রস্তুতি

ইন্টারভিউয়ে চাপ কমানোর একটি অন্যতম উপায় হলো- ইন্টারভিউয়ের জন্য আগে থেকেই প্রস্তুত থাকা। আপনার জীবনবৃত্তান্ত (সিভি) ভালোভাবে পর্যালোচনা করুন এবং এটি নিশ্চিত করুন যে, আপনি আপনার দক্ষতা, অভিজ্ঞতা, লক্ষ্য, আগ্রহ, সাফল্য এবং উদ্দেশ্য সম্বন্ধে জানেন। আপনাকে ইন্টারভিউতে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এবং কিছু প্রাসঙ্গিক উদাহরণও উল্লেখ করতে বলা হতে পারে। সুতরাং নিজেকে সুন্দর স্বচ্ছ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করুন। একজন নিয়োগকর্তা প্রচলিত যেসকল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তা একটু ভেবে দেখুন। প্রশ্নের উত্তর যথার্থ রাখুন, কিন্তু উত্তর কখনো মুখস্থ করবেন না। নিশ্চিত করুন যে, আপনার সব উত্তর ইতিবাচক এবং আপনার দক্ষতা ও বিশেষ সাফল্যগুলো তুলে ধরুন। যখন আপনার কাছে কঠিন অথবা নেতিবাচক কোনো বিষয়ে জানতে চাইবে তখন শিক্ষানবিশ অভিজ্ঞতা হিসেবে ওইগুলো বর্ণনা করুন। ইন্টারভিউ এমন নয় যে, শুধু নিয়োগকর্তাই আপনাকে প্রশ্ন করবে। তিনিও আপনার কাছে কিছু প্রশ্ন আশা করেন।আপনি বিনয়ের সাথে যুক্তিসঙ্গত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন। মনে রাখবেন, কখনোই যেন নিয়োগকর্তাকে অপ্রাসঙ্গিক কিছু জিজ্ঞাসা না করা হয়। সবচেয়ে ভালো হয়, নিয়োগকারি প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকেই কিছু ধারণা নেয়া। তাই এখানে ইন্টারভিউ নামক যুদ্ধ সফলভাবে মোকাবিলা করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হলো-প্রতিষ্ঠান সম্পর্কে ধারণানিয়োগকারি প্রতিষ্ঠান, আপনার পদ এবং ওই পদে যিনি আপনার বস হতে পারেন ইত্যাদি বিষয়ে আগে কিছুটা ধারণা থাকা ভালো। আপনি যে ধরনের চাকরি খুঁজছেন তার সাথে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাগুলো মিল রাখার চেষ্টা করুন।হালকা সাজগোজ করুন প্রথম দর্শনই দীর্ঘস্থায়ী হয়। সুতরাং এটি বিবেচনায় রাখুন। আপনার আত্মবিশ্বাস এবং পেশাদারী মনোভাব প্রদর্শন করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন ও উপযুক্ত পোশাক পরিধান করুন। নারীদের জন্য ভারি গহনা, কড়া পারফিউম অথবা অধিক সুগন্ধি ব্যবহার না করাই ভালো।সময়মতো পৌঁছানোনির্ধারিত সময়ের আগেই ইন্টারভিউয়ের স্থানে পৌঁছানো অথবা যানবাহনের বিষয়টি বিবেচনা করুন। ইন্টারভিউস্থলে পৌঁছানোর জন্য তাড়াহুড়া করতে গেলে আপনি জানা বিষয়ও ভুলে যেতে পারেন।প্রয়োজনীয় কাগজ গুছিয়ে রাখুনইন্টারভিউয়ের আগের রাতেই প্রয়োজনীয় কাগজপত্র একটি ফাইলে গুছিয়ে রাখুন। না হলে ইন্টারভিউস্থলে পৌঁছানোর পর যদি দেখেন কোনো কাগজ বাসায় রেখে এসেছেন তাহলে আপনার সকল শ্রম বৃথা যাবে।নিজের জীবনবৃত্তান্ত জানুনআপনার শিক্ষা ও কর্মজীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা এবং নিজেকে সুকৌশলে রক্ষা করার জন্য প্রস্তুত থাকুন।আলোচিত বিষয়গুলো মাথায় রেখে ইন্টারভিউ দিতে যান। আশা করা যায়, আপনি ব্যর্থ হবেন না। এসইউ/পিআর

Advertisement