এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে কতদূর পৌঁছে গেছে তা এরই মধ্যে সবারই জানা। রোগ নির্ণয় করতে ব্যবহার হচ্ছে এআই। এমনকি ভার্সিটির প্রেজেন্টেশন থেকে শুরু করে, চাকরির সিভি, গল্প লেখা সবই করে দিচ্ছে এআই। এবার মস্তিষ্কের ভাবনাগুলোই লিখে জানাবে এআই।
Advertisement
সম্প্রতি এমনই প্রযুক্তির উপর কাজ চালাচ্ছেন গবেষকরা। স্ট্রোক বা এই ধরণের রোগের কারণের অনেকেই কথা বলতে পারেন না। আবার যারা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী তাদের মস্তিষ্কে যেসব ভাবনা চলে তা লেখায় প্রকাষ করবে এআই।
অস্ত্রোপচারের প্রয়োজন ছাড়াই তাদের মনের কথা লেখায় তুলে ধরা যাবে। নিখুঁত না হলেও এআই প্রযুক্তি সফলভাবে ব্যক্তির চিন্তাভাবনার সারাংশ তৈরি করতে পারবে। এই প্রযুক্তি বা সিস্টেমের নাম সেমান্টিক ডিকোডার। এখানে এক ধরনের এফএমআরআই স্ক্যানার ডেটা ব্যবহার করা হয়।
আরও পড়ুন: হার্ট অ্যাটাক-ক্যানসার শনাক্ত করবে এআই
Advertisement
অস্টিন ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকরা এই প্রযুক্তিটি তৈরি করেছেন। তাদের মতে, এটি এমন মানুষের কাজে আসতে পারে যারা মানসিক ভাবে সচেতন কিন্তু শারীরিক ভাবে কথা বলতে পারেন না। এই প্রযুক্তি আংশিকভাবে ট্রান্সফরমার মডেলের উপর নির্ভর করে। যা ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগল বার্ডেও রয়েছে। উক্ত ডিকোডিং সিস্টেমের সুবিধা হল এটিতে অন্যগুলোর মতো অস্ত্রোপচারের দরকার নেই। পাশাপাশি নির্ধারিত কোনো তালিকা থেকে শব্দ ব্যবহার করতে হয় না।
গবেষকদের মতে, শব্দ প্রতিলিপি নয় বরং এই সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ব্যক্তির চিন্তাভাবনার সম্পূর্ণ সারাংশ প্রকাশ করা যায়। যখন একটি ডিকোডারকে মানুষের মস্তিষ্কের ক্রিয়াকলাপ নিরীক্ষণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তখন মেশিনটি এমন লেখা তুলে ধরার চেষ্টা করে যা তার ভাবনার উদ্দেশ্যের সঙ্গে মিলতে পারে।
এমনকি উক্ত অংশগ্রহণকারীরা যারা এই মেশিন ব্যবহার করতে চায় তাদের একটি ভিডিও দেখিয়ে চিন্তা করতে বলা হয়। সেই ক্রিয়াকলাপও লেখায় প্রকাশ করতে সক্ষম হয়েছে এই মেশিন। মস্তিষ্কের চিন্তা ভাবনা ট্র্যাক করে একটি এফএমআরআই স্ক্যানার। যেখানে ব্যক্তিকে ঘণ্টার পর ঘণ্টা একটি পডকাস্ট শোনানো হয়। তারপর সেই ব্যক্তি যদি তার চিন্তা ভাবনা ডিকোড করার জন্য রাজি থাকে তাহলে তাকে একটি গল্প কল্পনা করতে বলা হয়।
এই কল্পনা শুরু হলেই স্ক্যানার সেই চিন্তাভাবনা লেখায় প্রকাশ করতে শুরু করে। অস্টিনের নিউরোসায়েন্স এবং কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক অ্যালেক্স হুথ বলেন, নন-ইনসেসিভ পদ্ধতির ক্ষেত্রে আগে যা করা হয়েছে তার থেকে এটি অনেক বাস্তব।
Advertisement
সূত্র: সিএনবিসি
কেএসকে/এএসএম