মোগল শাসক আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলে হাঁটার অভিযোগে চারজনে বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে মহারাষ্ট্রের রাজনীতি।
Advertisement
রাজ্যটির উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, ‘রাজ্যে এ সব বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন উঠছে আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলে হাঁটার মধ্যে দোষের কী আছে।
আরও পড়ুন>সাপ চিবিয়ে খাচ্ছে ‘তৃণভোজী’ হরিণ, ভিডিও ভাইরাল
ভিনগার ক্যাম্পের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাত ৯টায় মিছিলটি বেরিয়েছিল ফকিরওয়াড়া এলাকা থেকে। তিনি বলেন, বাজনা ও নাচ চলছিল মিছিলে। সেই সময়ই চারজন আওরঙ্গজেবের ছবি দেওয়া পোস্টার তুলে দেখাতে থাকেন। অন্য সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
তবে শুধু মামলা করেই শেষ হয়নি ঘটনা। সোমবার এ নিয়ে মুখ খোলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, আওরঙ্গজেবের পোস্টার নিয়ে মিছিলে হাঁটা এ রাজ্যে বরদাস্ত করা হবে না। এই দেশ, রাজ্যে আমাদের আরাধ্য ছত্রপতি শিবাজি মহারাজ ও ছত্রপতি সম্ভাজি মহারাজ।
আরও পড়ুন>আরও শক্তি বাড়ালো ‘ঘূর্ণিঝড় বিপর্যয়’, জরুরি বৈঠকে মোদী
বিরোধী এনসিপিও এ নিয়ে মুখ খুলেছে। এনসিপির মহারাষ্ট্র শাখার প্রধান জয়ন্ত পাটিল মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিবসেনার উদ্ধব শিবিরের নেতা আম্বাদাস দানভে যদিও এ বিষয়ে বিজেপি-শিন্ডে সরকারকে খোঁচা দিতে দেরি করেননি।
প্রশ্ন উঠছে মোগল শাসক আওরঙ্গজেবের ছবি নিয়ে কেউ যদি মিছিলে হাঁটেন, তাতে কারও আপত্তির কী কারণ থাকতে পারে? কেনই বা আওরঙ্গজেবের ছবি নিয়ে মিছিল করলে মামলার মুখে পড়তে হবে? এর সঠিক উত্তর প্রশাসন দিতে পারেনি। আনা হয়েছে অন্য সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ।
Advertisement
দেশটির মহারাষ্ট্রে সম্প্রতি আওরঙ্গজেবের ছবি ব্যবহার নিয়ে ইস্যু তৈরি হয়েছে। আওরঙ্গজেবের ছবির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে সেখানের একটি হিন্দুত্ববাদী সংগঠন। মুঘল এই সম্ট্রালে ছবি হোয়াটস অ্যাপে প্রোফাই হিসাবে ব্যবহার করায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
এমএসএম