দেশজুড়ে

কর্মস্থল বাউফলে ইউএনও আল আমিনের জানাজা সম্পন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিনের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জুন) বেলা ১১টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Advertisement

জানাজায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম ও বাউফল-দশমিনা উপজেলা প্রশাসনসহ বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন ভারতের উত্তরখণ্ড প্রদেশের মুশৌরীতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণের জন্য অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে পড়লে রোববার বেলা ১১টার দিকে মারা যান তিনি। সোমবার সকাল সাড়ে ৮টায় তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। ঢাকা থেকে হেলিকপ্টারে তার কর্মস্থল বাউফলে নিয়ে আসা হয় মরদেহ। আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন।

আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম

Advertisement