ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে দুই কেন্দ্র প্রায় ভোটার শূন্য। দুই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৩২ জন। এর মাঝে ভোট পড়েছে মাত্র ১৭১টি।
Advertisement
সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে তারাকান্দা উপজেলার ৪৯ নম্বর হরিয়াগাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৫০ নম্বর বাদ্রাকান্দা উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে ওই দিন সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা যায়, ৪৯ নম্বর হরিয়াগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৮৩৩ জন (পুরুষ), এই কেন্দ্রে ভোট পড়েছে ৮ দশমিক ১৮ শতাংশ এবং ৫০ নম্বর বাদ্রাকান্দা উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৭৯৯ জন (মহিলা)। এই কেন্দ্রে ভোট পড়েছে ১ দশমিক ১৬ শতাংশ।
আরও পড়ুন: উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
Advertisement
বাদ্রাকান্দা গ্রামের ভোটার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে নির্বাচনে মানুষের আগ্রহ কম। তাই কেউ মানুষ ভোট দিতে আসেনি। মানুষ জানে ভোট দিতে হয় না, জনপ্রতিনিধি এমনিতেই নির্বাচিত হয়।
একই এলাকার আব্দুর রওফ বলেন, সকালে নারীরা ভোট দিতে আসেনি। তারা রান্না ও খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে ভোট দিতে আসবে। পরে কেন্দ্রে ভোটার বাড়তে পারে।
এবিষয়ে হরিয়াগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক বলেন, এই কেন্দ্রে ১৫০টি ভোট পড়েছে। তবে, এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটেনি।
বাদ্রাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোস্তাক আহমেদ বলেন, সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত ২১টি ভোট পড়েছে। আশা করছি দুপুরের দিকে ভোটার আরও বাড়তে পারে।
Advertisement
আরও পড়ুন: আড়াইহাজারে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ
এবিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত জানান, উপজেলায় মোট ১০৪ কেন্দ্রে ভোট পড়েছে ১৪ শতাংশ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে যা করার সবই করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/জেএস/জেআইএম