দেশজুড়ে

ভোটে বৃষ্টির বাগড়া

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বৃষ্টির কারণে ভোটাররা লাইন ছেড়ে বাড়ি চলে গেছেন। কেন্দ্রগুলোতে কমে গেছে ভোটারদের উপস্থিতি।

Advertisement

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকালে রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন ভোটাররা। অতিরিক্ত গরমের কারণে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে দুপুরের দিকে নামে তুমুল বৃষ্টি। এতেই বাধে বিপত্তি। লাইনে না দাঁড়িয়ে থাকে নিরাপদ আশ্রয়ে চলে যান ভোটাররা। অনেকেই ভোট না দিয়ে বাড়ি চলে গেছেন। তবে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ ছিল স্বাভাবিক।

সকাল ১০ টার দিকে ভোট দিতে আসা রিয়াজুল হাসান নামের এক ভোটার বলেন, ভোট দিতে এসে দীর্ঘ সিরিয়ালে থাকার পর এখন প্রচুর বৃষ্টিতে শরীর ভিজে যাচ্ছে। তাই আপাতত বাসায় চলে যাচ্ছি। বৃষ্টি কমলে আবার ভোট দিতে আসবো।

আরও পড়ুন: আড়াইহাজারে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ

Advertisement

সাগর আহমেদ নামের আরেক ভোটার বলেন, ভোট দিতে এসে বেকায়দায় পড়েছি। বৃষ্টিতে একদম ভিজে গেছি। ভিজে যেহেতু গেছি তাই একেবারে ভোট দিয়েই বাড়ি যাবো।

৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর ঈদগাহ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহজাহান বলেন, বৃষ্টির কারণে তেমন কোনো সমস্যা হয়নি। তবে কেন্দ্রে বৃষ্টির পানি পড়ায় স্থান পরিবর্তন করতে গিয়ে কিছুক্ষণ সময় ভোটগ্রহণ বন্ধ ছিল। একই সঙ্গে ভোটারদের লাইন ছোট হয়ে গেছে। ভোটাররা অনেকেই বাড়ি চলে গেছেন। বৃষ্টি কমলে হয়তো তারা আবার চলে আসবেন।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম

Advertisement