দেশজুড়ে

আড়াইহাজারে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে হাবিবুর রহমানের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার (১২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর পুরুষ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: জনগণ ভুল করে না

জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর পুরুষ কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ) হাবিবুর রহমানকে ভোট দেওয়ায় ওই ভোটারকে মারধর করেছে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরিফ। এ নিয়ে ওই কেন্দ্রে উত্তেজনা বিরাজ করে।

Advertisement

স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান বলেন, সকালে ভোটের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। কিন্তু এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার কয়েকজন সমর্থককে মারধর করেছে। তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে শান্ত করি। মারধরের বিষয়টি দেখা হচ্ছে। বর্তমানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শন করতে এসে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমি এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জিকেএস