দেশজুড়ে

ফয়জুল করীমের গাড়িতে হামলা, আহত ৪

ফয়জুল করীমের গাড়িতে হামলা, আহত ৪

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় তার চার সমর্থক আহত হয়েছেন।

Advertisement

সোমবার (১২ জুন) সকাল ১০টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই সিটিতে ভোট শুরু, সবার নজর বরিশালে

মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ জানান, ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। খবর পেয়ে মুফতি ফয়জুল করীম ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রের বাইরে তার গাড়ি ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা।

Advertisement

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট আফজালুল করিমকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ইসলামী আন্দোলনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাওন খান/আরএইচ/জেআইএম

Advertisement