ভেবেছিলাম ইভিএমে ভোট দেওয়া কঠিন। এসে দেখি অনেক সহজ। প্রথম ইভিএমে ভোট দিয়ে ভালোই লাগছে। কথাগুলো বলছিলেন, বরিশাল সিটি নির্বাচনের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা জুথি আক্তার।
Advertisement
প্রায় একই কথা জানালেন ফরিদা বেগম নামের আরেক নারী ভোটার। তিনি জানান, এবার প্রথম ইভিএমে ভোট দিবো। কিভাবে ভোট দিতে হয় সেটি দায়িত্বরতরা দেখিয়ে দিয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নগরীর হালিমা খাতুন স্কুলে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এ সময় আনসার বাহিনীর সদস্যরা ভোটারদের ইভিএম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে দেখা যায়।
Advertisement
আরও পড়ুন: দুই সিটিতে ভোট শুরু, সবার নজর বরিশালে
এ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মামুন হোসেন সিকদার বলেন, এবার প্রথম ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। তাই কিছুটা ধীর গতিতে ভোট প্রদান চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ আরও দ্রুত হবে।
এদিকে সকাল ৮টায় নগরীর রুপাতলী আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ভোট প্রদান শেষে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, শতভাগ নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই তার কথার প্রতি আস্থা রেখে আয়রা অংশ নিয়েছি। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
একই সময়ে নগরীর মুসলিম গোরস্থান রোডস্থ মাদরাসা কেন্দ্রে ভোট প্রদান করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এছাড়া সাড়ে আটটায় নগরীর আলেকান্দা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রূপণ।
Advertisement
এদিকে সকাল ১০টায় নগরীর বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এ সিটি নির্বাচনে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এদিকে নির্বাচনে সাতজন মেয়র, ১১৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীদের মধ্যে চারজন দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাকি তিনজন স্বতন্ত্র।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপণ (টেবিল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) ও স্বতন্ত্রপ্রার্থী আসাদুজ্জামান (হাতি)।
শাওন খান/আরএইচ/জেআইএম