আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতের

মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। তবে এ বছর এই দিনটি কবে পালিত হবে তা নির্ভর করে ঈদুল ফিতরের মতোই চাঁদ দেখার ওপর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মুসলিম দেশেই আগামী ১৮ জুন পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা শুরু করবে।

Advertisement

তবে ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

আরও পড়ুন>থাইল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস

ধারণা করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। সে অনুযায়ী, ২৭ জুন হবে পবিত্র আরাফাতের দিন ও ২৮ জুন ঈদুল আজহা।

Advertisement

জিলহজ মাসের প্রথম দিন ও পবিত্র ঈদুল আজহা পালনে মুসলিম দেশগুলো মূলত স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। প্রত্যেকটি দেশেই এজন্য আলাদা কমিটি রয়েছে।

আরও পড়ুন>জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এই দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার কিছু দেশ।

কিন্তু ১৮ জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষেই চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তাদের মধ্যে কিছু দেশ ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে ২৯ জুন।

Advertisement

এমএসএম