বলিউডের বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ঢিলোঁ রবিবার (১১ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। লুধিয়ানার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বিগত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ‘হিন্দুস্তান টাইমস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।
Advertisement
আরও পড়ুন: চলে গেলেন কন্নর অভিনেতা নীথিন
শিরোমণি আকালি দলের প্রেসিডেন্ট সভাপতি সুখবীর সিং বাদল ট্যুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা, লেখক, পরিচালক এবং প্রযোজক মঙ্গল ঢিলোঁর মৃত্যুতে দুঃখিত। তার চলে যাওয়ায় ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘তার চিত্তাকর্ষক কণ্ঠস্বর এবং অন্যান্য কাজগুলো সবার মনে থেকে যাবে। তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’
Advertisement
মঙ্গল একই সময়ে টেলিভিশন এবং সিনেমায় কাজ করেন। ১৯৮৬ সালে তিনি ‘বুনিয়াদ’-এ লুভায়া রাম চরিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালের ‘খুন ভরি মাঙ্গ’-এ একজন আইনজীবীর ভূমিকায় দেখা যায় তাকে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু
এরপর আরও অনেক সিনেমায় অভিনয় করেন মঙ্গল। ‘জুনুন’-এর হাত ধরে ১৯৯৩ সালে টেলিভিশনে ফেরেন তিনি। সেখানে সুমের রাজবংশের চরিত্রে দেখা যায় তাকে। ২০০০ সালে ‘নুরজাহান’-এ আকবরের ভূমিকায় অভিনয় করেছিলেন মঙ্গল ঢিঁলো।
এমএমএফ/এমএস
Advertisement