জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল বলেন, যতদিন ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে, ততদিন বাজার সিন্ডিকেট সক্রিয় থাকবে। জনগণকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়ে ওরা টাকার পাহাড় গড়ে তুলবে। এই সব আখের গোছানো রাজনীতিবিদদের বর্জন করে সৎ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করা নাগরিক দায়িত্বের অংশ।
Advertisement
শনিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে নগরীর ইপিজেড মোড়ে বন্দর থানা জাসদ ও ইপিজেড থানা জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বাবুল আরও বলেন, হালিশহর-পতেঙ্গা অঞ্চলে ওয়াসার পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে। সল্টগোলা রেল ক্রসিংয়ে সিডিএ কর্তৃক উদ্বারকৃত জায়গায় সরকারি হাসপাতাল নির্মাণসহ পতেঙ্গায় বহুতল ভবন নির্মানে সিডিএ’র বিধিনিষেধ প্রত্যাহারের জোর দাবি জানান।
বন্দর থানা জাসদের সভাপতি মফিজর রহমানের সভাপতিত্বে ও ইপিজেড থানা জাসদের সভাপতি ইলিয়াছ ফয়েজীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, জেলা শ্রমিকজোটের সভাপতি বোধিপাল বড়ুয়া, পতেংগা থানা জাসদ সভাপতি হাজী সোলেমান, বন্দর থানা সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, জাসদ নেতা আশরাফুল আলম টোকন, শ্রমিক নেতা আবুল কালাম, মহিউদ্দীন মোহন, মুহম্মদ মরতউস, কামাল উদ্দীন, যুব জোট নেতা জাহেদুল ইসলাম রুবেল, ইমতিয়াজ উদ্দীন, শওকত আলী আরমান, ছাত্রলীগ মহানগর সভাপতি টুটুল দাস, সাধারণ সম্পাদক নিবিড় বড়ুয়া প্রমুখ।
Advertisement
সভার শুরুতে জাসদের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এমডিআইএইচ/এসএএইচ