দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ নেতাদের ওপর অভিমান করে দেশ ধ্বংস করবেন না। আজকের কঠিন সময়ে শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব না থাকলে বাংলাদেশের টিকে থাকা দুরূহ হবে, এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তার মতো দেশ পরিচালনার দক্ষতাসম্পন্ন কোনো নেতা দেশে নেই।
Advertisement
শনিবার (১০ জুন) নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে চৌদ্দ বছর দেশ পরিচালনা করছে। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বহুদূর এগিয়ে নিয়েছেন। সংকট মোকাবিলা করে একযোগে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সফলতা অর্জন করেছেন। দেশের অর্থনীতি শক্তভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং রাষ্ট্রনেতা শেখ হাসিনার হাতে না থাকলে বর্তমান কঠিন সময়ে দেশকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হতো।
তিনি বলেন, মূল নেতা ভুল করলে রাষ্ট্র ধ্বংস হয়। দলের নেতা, এমপি, মন্ত্রী ভুল করলে ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একজন বিচক্ষণ রাষ্ট্রনেতার কঠোর নজরদারির মধ্যে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্যদের ভুল কম হয়েছে। কিন্তু অনেক কাজ করতে গেলে সফলতা, ব্যর্থতা দুটোই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরাও জেলা, উপজেলা পর্যায়ের নেতা, এমপি, মন্ত্রীরা ভুল করেছি- একথা অস্বীকার করবো না। দলের অগণিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে সমর্থ হইনি। সব মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। কিন্তু আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর ওপর অভিমান করে দেশকে ধ্বংস করবেন না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন।
Advertisement
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, কালাই ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, জয়পুরহাট চেম্বার সভাপতি আহসান কবীর এপ্লব, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া খাতুন, কালাই উপজেলা সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য মাজহারুল আনোয়ার লিটন, রত্না রশীদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিঠু ও প্রতিটি গ্রামের একজন করে প্রতিনিধি।
এসইউজে/এমএএইচ/জেআইএম