চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে কয়েকটি পেশাদার সমালোচক গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সরকারবিরোধী যে কোনো বিষয়ে সমালোচনার বন্যা বইয়ে দেয়। তারা নাকি কথিত সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে। তারা ১/১১-এর সময় অনির্বাচিত সরকারের পক্ষে দেশে হইচই ফেলে দিয়েছিল এবং অনির্বাচিত সরকারের অংশীদারত্ব চেয়ে ধরনা দিয়েছিল। তারাই এখন আরেকটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য মরিয়া হয়ে উঠেছে।
Advertisement
তিনি আরও বলেন, ‘তারা ফাইভ স্টার হোটেল ও নামি দামি ভেন্যুতে তাদের প্রেস কনফারেন্স ও সেমিনার করে। বিভিন্ন জনকে ফেলোশিপ দেন। এমনকি কথিত গবেষণা কর্মের জন্য সহায়তা দেন। এখন প্রশ্ন করতে ইচ্ছে হয়, তাদের এ ব্যয়বহুল কীর্তিকলাপের জন্য অঢেল অর্থ সরবরাহের পাইপ লাইনটা কী এবং কোথা থেকে আসে?’
শনিবার (১০ জুন) সকালে নগরীর ষোলশহর রহমানিয়া স্কুল মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছি। এ চ্যালেঞ্জ মোকাবিলা না করতে পারলে আমাদেরতো বটেই সমগ্র জাতিকে অস্তিত্বের সংকটে পড়তে হবে।
Advertisement
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নিজেরা একে অন্যের বিরুদ্ধে সরব হলেও আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ততটুকু সরব ও সোচ্চার নয়। এ বিষয়ে আমাদের বুঝতে হবে এবং ভাবতে হবে। আমি দলের যে পদ পদবিতে আছি তা সঠিকভাবে পালন করছি কি না। তা যদি পালন করে না থাকি তাহলে তা হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। এ মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে।
ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন পাঁচলাইল থানা আওয়ামী লীগের সমন্বয়ক আহমেদুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাউন্সিলর মোবারক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের ইসকান্দার ইসকু, সোহেল মাহমুদ, ইউনিট আওয়ামী লীগের ইদ্রিস, জাহেদুল আলম, শাকিল মাহমুদ।
সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, মহিলা সম্পাদিক জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ প্রমুখ।
Advertisement
দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে কাজী রাশেদ আলী জাহাঙ্গীর সাধারণ সম্পাদক পদে এম এ রহিমকে নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম