জাতীয়

ডাস্টবিনে নবজাতক, কুকুরের মুখ থেকে উদ্ধার করলো পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার ডাস্টবিনে ফেলে যাওয়া এক নবজাতককে কুকুরের মুখ থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের বাগান গেটের সামনে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

শনিবার (১০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নূর আলম মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালের বাগান গেটের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, কে বা কারা ওই নবজাতককে ডাস্টবিনের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ফেলে যায়। একটি কুকুর ওই নবজাতককে মুখে করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় জানা যায়নি।

Advertisement

কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম