দেশজুড়ে

ছেলেকে কোপানোর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে খুন

মুন্সিগঞ্জে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে মতিউর রহমান কালাই (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাই নয়াগাঁও পূর্বপাড়ার আলিমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে শাকিল ও স্ত্রী আসমা বেগম। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বৃদ্ধ কালাইয়ের পরিবারের সঙ্গে প্রতিবেশী দিল মোহাম্মদের পরিবারের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে পূর্ববিরোধকে কেন্দ্র করে নিহতের ছেলে শাকিলকে কুপিয়ে আহত করে একই এলাকার প্রতিপক্ষের জুবায়ের ও জিহাদ।

দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টির প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ দিল মোহাম্মদ ও তার দুই ছেলেসহ জুবায়ের, জিহাদ সংঘবদ্ধ হয়ে কালাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালাইকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, নিহত ও অভিযুক্ত প্রতিবেশী। তাদের মধ্যে মাদক বেচাকেনা নিয়ে বিরোধ ছিল। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা ছিল। এর জের ধরে কালাইকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

Advertisement

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস