দেশজুড়ে

চারদিন মাঠে থাকবে ১১ প্লাটুন বিজিবি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে যেকোনো সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা রোধে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Advertisement

শনিবার (১০ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থানে বিজিবি টহল দেওয়া শুরু করেছে।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তার জন্য ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনের ২০ জন করে বিজিবি সদস্য রয়েছে। শনিবার থেকে আগামী চারদিন নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করবে তারা। বিজিবির টহল টিমের সঙ্গে থাকবেন ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না

Advertisement

কেসিসি'র রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচজন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: মেয়র হলে লেডিস মার্কেট-বিশ্ববিদ্যালয় গড়বেন হাতপাখার আউয়াল

এবারের নির্বাচনে নগরের ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

Advertisement

আলমগীর হান্নান/জেএস/এমএস