আন্তর্জাতিক

ড্রোন উৎপাদনের কারখানা তৈরিতে রাশিয়াকে সাহায্য করছে ইরান

মস্কোতে ড্রোন উৎপাদনের কারখানা তৈরি করতে রাশিয়াকে সাহায্য করছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। খবর আল-জাজিরার।

Advertisement

শুক্রবার (৯ জুন) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি জানিয়েছেন, মস্কোর কাছে ড্রোন উৎপাদনের যে কারখানা বানানো হচ্ছে তাতে বস্তুগত সহযোগিতা করছে ইরান। এ সম্পর্কিত প্রমাণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন>ঋণ পাহাড়সম, তবু সরকারি কর্মীদের ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি পাকিস্তানে

পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগের মতোই বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের অস্ত্র রাশিয়াকে সরবরাহ করে আসছে ইরান। এর মধ্যে অন্যতম হলো শত শত ড্রোন।

Advertisement

কিবরি বলেন, সম্প্রতি রাশিয়া কিয়েভে যেসব হামলা পরিচালনা করছে তাতে ইরানিয়ান এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। ফলে সহজেই বোঝা যাচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ব্যাপকভাবে বেড়েছে।

আরও পড়ুন>৬ মাস পিতৃত্বকালীন ছুটি পাবেন ‘সিঙ্গেল’ বাবারা!

তিনি বলেন, আমাদের উদ্বেগের বিষয় হলো নিজেদের মাটিতে ড্রোন উৎপাদনে ইরানের সঙ্গে কাজ করছে ইরান।

কিন্তু যুদ্ধ ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের কথা শুরু থেকেই অস্বীকার করছে রাশিয়া। এদিকে ইরান জানিয়েছে, রাশিয়াকে কিছু ড্রোন দেওয়া হয়েছে তবে সেটা যুদ্ধ শুরু হওয়ার আগে।

Advertisement

এমএসএম