বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ জুন। তাই শনিবার (১০ জুন) রাত ১২টার মধ্যে বহিরাগতদের নগরী ছাড়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।
Advertisement
বেলা সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএমপি কমিশনার বলেন, যদি কেউ চিকিৎসার জন্য আসে তাহলে তার হিসেব আলাদা। অন্যথায় বহিরাগত কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল র্যাব-৮। দুপুর ১২টায় নগরীর রুপাতলী র্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তাই র্যাবের পক্ষ থেকে বহিরাগতদের অনুরোধ করবো তারা যেন রাতের মধ্যেই বরিশাল নগরী ত্যাগ করেন।
Advertisement
শাওন খান/এসজে/এমএস