বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া বাকি ২০টি কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে।
Advertisement
শনিবার (১০ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মিডিয়া সমন্বয়ক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ২০ কেন্দ্র সাধারণ হিসেবে ধরা হয়েছে। সাধারণ কেন্দ্র গুলোতে ২২-২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ১২/১৪ জন থাকবে পুলিশ সদস্য বাকি সদস্যরা র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর। পাশাপাশি সব কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন।
আরও পড়ুন: বরিশালে জামায়াতের ৫ নেতাকর্মী আটক
Advertisement
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শাওন খান/জেএস/এএসএম