বিনোদন

‘সাদা সাদা কালা কালা’র পর আজ নতুন গান নিয়ে আসছেন শিবলু

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সেই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে এখন তুমুল জনপ্রিয় আরফান মৃধা শিবলু। শ্রোতাদের কাছে তিনি শিবলু নামে পরিচিত। অভিনয় পাশাপাশি আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

Advertisement

জানা গেছে, গানটিতে আরফান মৃধার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজান তিনি। আজ (১০ জুন) শনিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

আরও পড়ুন: ‘সাদা সাদা-কালা কালা’ গান গাওয়ায় কিলি পলকে ধন্যবাদ দিলেন চঞ্চল

নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমে আরফান মৃধা বলেন, ‘নতুন গানটি একটি রোমান্টিক ফোক গান। এটা মূলত প্রেমের গান। আকুলতার গান। গানটির গীতিকার-সুরকার এমন একজন নিভৃতচারী মানুষ, যিনি নিজের মতো করে মুখে-মুখেই গান বাঁধেন, নিজের মতো করেই আনমনে গেয়ে ওঠেন। আশা রাখছি, এই গানও দর্শক-শ্রোতাদের ঘোরের মধ্যে রাখবে বেশ কিছুদিন।

Advertisement

আরও পড়ুন: চঞ্চল-নচিকেতার ‘সাদা সাদা কালা কালা’ গানে মুগ্ধ ভক্তরা

বর্তমানে ঈদে নতুন নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন আরফান মৃধা শিবলু। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল ’ নাটকের তৃতীয় সিজনে অভিনয় করছেন তিনি।

গল্পে দেখা যাবে, এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দুজনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যায়।

ব্যাটারি গলিতে ঘটতে থাকে নানা রকম মজার ঘটনা। এরকম একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ফিমেল ৩’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পাবে।

Advertisement

এমআই/এমএমএফ/এমএস