বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) আয়োজনে ক্যারিয়ার কার্নিভ্যালের শুরু হয়েছে।
Advertisement
শুক্রবার (৯ জুন) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ‘আপনার গন্তব্য আবিষ্কার করুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবির রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল আউয়াল।
সেমিনারের শুরুতে গবেষণা ও বিদেশে উচ্চতর শিক্ষা বিষয়ক বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ইলোনিয়োসের অধ্যাপক ড. কামরুজ্জামান। এরপর কৃষি উদ্যোক্তা বিষয়ক বক্তব্য দেন সেফ ব্রয়লারের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব। এরপর হয় একটি গেম সেশন। সেখানে দশজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
এ সময় কপোরেট চাকরির বিষয়ে আলোচনা করেন পার্টেক্স স্টার গ্রুপের ব্যবসা প্রধান সাইদুল আজহার সরোয়ার। এরপর বক্তব্য দেন টেন মিনিট স্কুলের কনটেন্ট ম্যানেজার আহসান মাহবুব ইয়ামিন, ডন সামড্যানি ফ্যাসিলিট্যাশনের প্রফেশনাল বিসনেস কনসালটেন্টের প্রতিষ্ঠাতা গোলাম সুমডানি ডন ও টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক।
Advertisement
জুমার নামাজের পর আবার সেমিনার শুরু হয়। এ সময় বক্তব্য দেন প্যারাগন গ্রুপের মহাব্যবস্থাপক এম এম ফেরদৌস, সরকারি চাকরি নিয়ে কথা বলেন রাহাত হোসেন। বাউসিসির সভাপতি অধ্যাপক ড. মো হামিদুল ইসলাম অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।
আরও পড়ুন: দুদিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল ৯ জুন
ক্যারিয়ার ক্লাব সূত্রে জানা যায়, সেমিনারে আনন্দমোহন কলেজ, মমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিবিএসটি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। শনিবার ক্যারিয়ার কার্নিভ্যালে প্রায় ৪০টির বেশি কোম্পানি অংশ নেবে।
এ জব ফেয়ারটি বিশ্ববিদ্যালয়ের জিমন্যাশিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে। এসিআই, বায়ার, স্কয়ার, সিপি ফুড বাংলাদেশসহ আরও অনেক কোম্পানি অংশ নেবে। জব ফেয়ারের দিনও পরিচয়পত্র জমা দেওয়ার সুযোগ আছে।
Advertisement
অনুষ্ঠানটির প্রচারণার জন্য ক্যাম্পাস ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে। এ কার্নিভেলে মিডিয়া পার্টনারা হিসেবে যুক্ত আছে জাগোনিউজ২৪,কম, কালবেলা, ক্যাম্পাসলাইভ, রোয়ার বাংলা, এগ্রিলাইফ২৪ এবং আজকালের বার্তা।
এসজে/এএসএম