পুত্র সন্তানের বাবা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
Advertisement
শুক্রবার (৯ জুন) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী তোহফা সাদিয়া বিথি।
বিষয়টি নিশ্চিত করেছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজেই। সন্তান ও মা দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে।
এদিকে, শোভনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এই সংবাদে তার পরিবারসহ স্থানীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন।
Advertisement
শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুনবী চৌধুরী খোকন বলেন, পরিবারে নতুন অতিথি আসায় আমরা সবাই খুশি। আপনারা তার জন্য দোয়া করবেন।
এ বিষয়ে শোভন বলেন, নতুন অতিথির আগমন। সে যেন মানুষের উপকারে কাজে লাগে এবং মানুষের উপকারের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিতে পারে। সে মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা রইলো। আমার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ২০২১ সালের ১৮ নভেম্বর তোহফা সাদিয়া বিথির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তোহফা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের কন্যা। তিনি ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
ফজলুল করিম ফারাজী/এমআরআর
Advertisement