দিনাজপুরের নবাবগঞ্জে টয়লেটের হাউজ খননের সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।
Advertisement
শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা মাঠে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মহারাজ সরকারের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ব্রতি রায় বলেন, বৃহস্পতিবার বিকেলে হেলেঞ্চা গ্রামের মহারাজ সরকারের বাড়িতে বেশকিছু লোক টয়লেটের হাউজ খনন করছিলেন। এসময় কোদালের মাথায় শক্ত বস্তু বেধে যায়। পরে মাটি সরিয়ে একটি মরিচা ধরা গ্রেনেড পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে গ্রেনেডটি উদ্ধার করেন।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ওপরের অংশে মরিচা ধরা হলেও এটি সক্রিয় ছিল।
তিনি বলেন, উদ্ধারের পরপরই রংপুর র্যাব-১৩ বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছিল। আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে আসে। পরে বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজম বোম ডিসপোজাল ইউনিটের এসআই মুরতুজা জানান, গ্রেনেডটি বেশ পুরোনো হলেও সক্রিয় ছিল। এটি উদ্ধারের আগে বিস্ফোরিত হলে অনেক ক্ষতি হতো। এলাকাবাসীর উপস্থিতিতে এটি নিষ্ক্রিয় করা হয়েছে।
Advertisement
মাহাবুর রহমান/এসআর/এএসএম